ফের জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

ভারতের উত্তরাঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে টুইট করে জানিয়েছে, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে জম্মু-কাশ্মিমের কাটরা শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন>> সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

এর আগে, একই দিন দুপুরে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত ১১ জুন অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ৯ জুন লাদাখে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: লাইভ মিন্ট

ইবাংলা/এসআরএস 

ভূমিকম্প