ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা সবার জন্যই হুমকি। এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বুধবার রাজধানীর আফতাবনগর-মেরুল বাড্ডা প্রধান সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, সিটি কর্পোরেশন থেকে আমরা কার্যকরী পদক্ষেপগুলো নিচ্ছি। লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
আরও পড়ুন>> সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন
তিনি আরো বলেন, ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধু ব্রিজ বানালেই হবে না, সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। দুর্ঘটনা রোধেজনগণকে যত্রতত্র এলোমেলোভাবে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা সচেতন হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
ডিএনসিসি মেয়র বলেন, নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। এ ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। এছাড়া রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দৃষ্টিনন্দন হাতিরঝিল উপহার দিয়েছেন। ঢাকার ও দেশের ব্রান্ডিং করতে দৃষ্টিনন্দন হাতিরঝিল ব্যবহৃত হয়। এ হাতিরঝিলের পাশেই আফতাবনগরে ফুটওভার ব্রিজটি হচ্ছে। এ ফুটওভার ব্রিজ নৌকার আদলে দৃষ্টি নন্দনভাবে ডিজাইন করা হয়েছে। আমি ডিএনসিসির প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি, ফুটওভার ব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত প্রমুখ।
ইবাংলা/এসআরএস