বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ১১বিজিবি।মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের শিলের ছড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ককসবাজার জেলার রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের মৃতৃ কালুর ছেলে আবদুর রহিম (৩০) ঠান্ডুর ছেলে বাবু (১৯) ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বড়জামছড়ি এলাকার মো: হাসের ছেলে শহিদুল ইসলাম (২২)।
আরও পড়ুন…বিষখালী নদীতে টিকসই বাঁধের দাবীতে মানববন্ধন
নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল রেজাউল করিম জানান,মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের ভাল্লুক খাইয়া সীমান্তের ৪৮ নং পিলারের
শিলের ছড়া নামক এলাকায় অভিযান চালায় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ৩ কাট এবং অনুমানিক ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিজিবি সুত্রে জানাযায়, আটক তিনজনকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করার প্রক্রিয়াধীন।
উল্লেখ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থাকাতে স্থানীয় চোরাকারবারিরা বেকায়দায় পড়েছে বলে সীমান্ত জনপদের অনেকেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
ইবাংলা বাএ