সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

সুদানের দক্ষিণ খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইয়ারমুক জেলায় বিমান হামলা হয়েছে। এতে ৫ শিশুসহ ১৭ জন মারা গেছেন। বিস্ফোরণে ২৫টি ভবন ধ্বংস হয়েছে।

আরও পড়ুন>> ৫ বছরে সর্বোচ্চ তেল রপ্তানি ইরানের

তবে কে বা কারা এই হামলার পেছনে দায়ী এ নিয়ে প্রতিবেদনে কিছু জানা যায়নি।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। প্রায় দুই মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। এতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। রাজধানী খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়।

ইবাংলা/এসআরএস