বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও দাফতরিক কার্যক্রম। তবে এই ছুটি শুরুর দুইদিন আগেই ২২ জুন থেকে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওইদিন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ছুটি আগামী ৫ জুলাই শেষ হলেও ৭ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে |সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এসব সিদ্ধানেওয়াহয়প্রভোস্টকাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন|
রেজিস্ট্রার দফতর সূত্রে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামী ২৪ জুন (শনিবার) থেকে ৫ জুলাই (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা ব্যতীত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন…আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
৬ ও ৭ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৮ জুলাই (শনিবার) থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে।এদিকে ক্যাম্পাস ছুটির দুইদিন আগেই হল বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা। এ ছাড়া অনেক বিভাগে ২২ তারিখ পরীক্ষা রয়েছে। অফিসিয়ালি ছুটি শুরুর আগেই হল বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। ২২ তারিখে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের পরীক্ষা আছে। আর সকালে হল ছাড়তে বলা হয়েছে। এটা কর্তৃপক্ষের অযৌক্তিক সিদ্ধান্ত।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিলন জ্যোতি চাকমা। তার বাড়ি রাঙামাটি। তিনি বলেন, নীতি নির্ধারকরা অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস ছুটি শুরু ২৪ তারিখ থেকে। টিকিট কেটেছি ২২ তারিখ বিকাল ৫ টায় আর হল ছাড়তে হবে ২২ তারিখ সকাল ১০ টায়। তাহলে বাকি সময়টুকু সারাদিন খোলা মাঠে বসে ঘাস কাটতে হবে আমাদের!
আরও পড়ুন…মুরগি আগে না ডিম আগে, জানাল বিজ্ঞানীরা
ড়ুন…২২ তারিখে কয়েকটা ডিপার্টমেন্টে পরীক্ষাও আছে। তাহলে এই সিদ্ধান্ত কাদের জন্য?শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম সুইট বলেন, বিশ্ববিদ্যালয়ে ইদের ছুটি শুরু ২৪ জুন আর হল বন্ধ ২২ জুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় একটি অংশ দূর-দূরান্ত থেকে আসা। তাদের ঈদের সময়ের টিকেট আগেই করতে হয়।
সেখানে দু’দিনের নোটিশ দিয়ে হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বিপাকে ফেলা হয়েছে। আগেই সিদ্ধান্ত নিলে অন্তত ভোগান্তি একটু কমতো। শিক্ষার্থীদের কথা চিন্তা না করে হটকারী সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ঈদের ছুটি ২৪ তারিখ শুরু হলেও যেহেতু সাপ্তাহিক ছুটি আছে ২২ তারিখ থেকে তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর দুয়েকজনের সমস্যার জন্য তো আর হল খোলা রাখা সম্ভব না। যাদের সমস্যা হবে তারা তাদের বন্ধুদের মেসে থেকে পরে যেতে পারে।