রাসিক নির্বাচনে বৃষ্টির হানা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই শুরু হয় বৃষ্টি।

বুধবার (২১ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে পৌনে ১২টা পর্যন্ত। এর আগে একই দিন ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, বুধবার সকালে সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। কিন্তু ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই শুরু হয় বৃষ্টি। এ সময় বৃষ্টিতে ভিজেও ভোট দিতে দেখা গেছে অনেককে। অন্যদিকে কোনো কোনো কেন্দ্র বৃষ্টির কারণে ফাঁকা হয়ে যায়।

আরও পড়ুন>> সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে বৃষ্টি হয়েছে। তবে ঠিক কী পরিমাণ সেটি এখনও নির্ণয় করা হয়নি। রাজশাহীর আকাশে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯১ জন।

ইবাংলা/এসআরএস 

বৃষ্টির হানারাসিক নির্বাচন