নতুন কোচ এনেও ভাগ্যে পরিবর্তন আনতে পারছে না ব্রাজিল। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর জয়ের দেখা মিলছিল না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্বকাপের মরোক্কোর বিপক্ষে হারলেও গিনির বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে হারের বৃত্ত থেকে বের হওয়ার ইঙ্গিত দেয় সেলেসাওরা। কিন্তু সেনেগালের বিপক্ষে ম্যাচে সেই পুরোনো রূপে ফেরে ১১ বছর ধরে শিরোপা প্রত্যাশীরা।
আরও পড়ুন…করোনার টিকা নেয়াতেই ওয়ার্নের মৃত্যু
র্যাঙ্কিংয়ের অনেক নিচের দল সেনেগালের কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে সেলেসাওদের। সেনেগালের জালে দুই গোল দেওয়ার বিপরীতে এক হালি গোল হজম করতে হয় ব্রাজিলকে।
যার ফলে ফের হারের বৃত্তে ফিরে গেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।সেনেগালের বিপক্ষে হারের মাধ্যমে দল শিক্ষা পেয়েছে বলে মনে করছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
তিনি বলেন, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’
আরও পড়ুন…রাজশাহী-সিলেট সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
সেনেগালের বিপক্ষে হারের পর সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। স্পোর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দানিলো বলেন,
‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। আমাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’
এদিকে ২০২৪ সালের আগে স্থায়ী কোচ পাচ্ছে না সেলেসাওরা। আগামী বছর কোচ হিসেবে আসার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। তার আসার আগে আরও একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়ার কথা রয়েছে ব্রাজিলের।