রাজশাহীতে ১ লাখ ৬৬ হাজার ভোটে এগিয়ে নৌকা

১৪৪ কেন্দ্রের ফলাফল

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ১৫৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৫২ ভোট।

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সিটি করপোরেশনটিতে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

আরও পড়ুন>> রাসিক-সিসিক নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রাসিক নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।

এদিন রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রের ১১৫৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন। মেয়র পদে চার জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১১ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইবাংলা/এসআরএস 

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন