বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়া হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসি বরাবর ওই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন>> উরুগুয়েকে ৭-১ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল
মুফতী সৈয়দ ফয়জুল করীমের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল বাসেত। তিনি নিজেই নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদে থেকে একজন প্রার্থীর বিরুদ্ধে তিনি (সিইসি) কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এজন্য তার পদত্যাগ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন মুফতী সৈয়দ ফয়জুল করিম। ওই নির্বাচনের দিন ফয়জুল করিম হামলার শিকার হন। পরে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, তিনি হামলার শিকার হয়েছেন। কিন্তু মারা তো যাননি।
ইবাংলা/এসআরএস