ইসলামী আন্দোলনের মতবিনিময় শনিবার

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল শনিবার (২৪ জুন) মতবিনিময় সভা করবে। রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে সকাল ১০টায় দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এ সভা হবে।

মতবিনিময় সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ জানান, বিএনপি ও জাতীয় পার্টির মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল হিসেবে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির নেতা খলিলুর রহমান মাদানীকে ব্যক্তিগতভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> আ. লীগের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

খলিলুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর যে হামলায় হয়, তার নিন্দা জানান তিনি। পরে সমবেদনা জানাতে বরিশালেও ছুটে গিয়েছিলেন খলিলুর রহমান।

ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, মতবিনিময় সভায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে নিজেদের আগামী দিনের রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারে চরমোনাই পীরের দলটি। এক্ষেত্রে আগের মতোই স্বতন্ত্র অবস্থান নাকি রাজনৈতিক কোনো জোটে যুক্ত হবে ইসলামী আন্দোলন, তা অনেকটাই স্পষ্ট হবে।

দলীয় সূত্রের দাবি, চরমোনাই পীর পরিবারের সন্তান ফয়জুল করীম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও দলের সবচেয়ে প্রভাবশালী নেতা। তাঁর ওপর হামলার ঘটনা ভালোভাবে নেয়নি পীর পরিবার। ফলে দীর্ঘদিনের ‘আওয়ামী লীগঘেঁষা’ রাজনৈতিক অবস্থানের বিপরীতে গিয়ে ধর্মভিত্তিক দলটির নেতারা বক্তব্য দেন।

মতবিনিময়ে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনে অংগ্রহণের প্রস্তাব দিলে ইসলামী আন্দোলনের অবস্থান কী হবে এ প্রসঙ্গে দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের দল এখনও জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনড়। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবির সঙ্গে নেই।

প্রতিটি দলের মহাসচিবের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে আরও দু’তিনজন প্রতিনিধিকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের এই নেতা।

ইবাংলা/এসআরএস

ইসলামী আন্দোলন