দেশের ৬৫ ভাগ মানুষ কর্মক্ষম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের ৬৫ ভাগ মানুষ কর্মক্ষম, যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি।’

শনিবার (৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুরে একটি মাদকাসক্তি চিকিৎসা ও মানসিক হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যদি আমাদের যুব সমাজ মাদকের ভয়ঙ্কর ছোবলে আটকে যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা থেকে যাবে।’

আরও পড়ুন>> মিডিয়ার কাউকে বিয়ে করব না: পূজা চেরি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।

ইবাংলা/এসআরএস

স্বরাষ্ট্রমন্ত্রী