মুক্তির অনুমতি পেল রাজ রিপার ‘ময়না’

ঢালিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রাজ রিপা। মুক্তির অনুমতি পেল তার অভিনীত সিনেমা ‘ময়না’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।

‘ময়না’ সিনেমা সম্পর্কে গণমাধ্যমকে রাজ রিপা বলেন, আমি অনেক বেশি এক্সাইটেড নারীপ্রধান গল্প ‘ময়না’ নিয়ে। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা এটি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এক মেয়ের সংগ্রামের গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন। আমি মো: আলিম উল্লাহ ভায়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ তিনিই আমাকে ময়না হিসাবে সুযোগ দেওয়ার জন্য। ময়না সিনেমার পরিচালক মেঘ অতন্ত সুন্দরভাবে আমাদের ময়না সিনেমার কাজ শেষ করেছেন। খুব দ্রুত দর্শকের সামনে আমি ময়না হয়ে আসবো। আশা করি আমি আমার অভিনয় দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সম্মান রক্ষা করবো।

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রে শাকিব-পূজা

রাজ রিপা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আরেফিন জিলানী। সিনেমাটিতে চিত্রনায়ক শিশির সরদার, চিত্রনায়িকা অ্যন্জেলা জলি ও কন্ঠশিল্পী আপন, তাদের স্পেশাল চরিত্রে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মমেনা চৌধুরী, সুব্রত, সূচনা সিকদার, সুমাইয়া জামান, খলিলুর রহমান কাদরী, সিমান্ত, আনোয়ার, জারা জান্নাতুন, সোহেল, মন্টু, সাব্বির, তাহমিনা মোনা এবং শিশু শিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।

উল্লেখ্য, রাজ রিপা ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মাধ্যমে একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি এখনও নির্মাণাধীন। খুব দ্রুত মুক্তি সিনেমার কাজ শেষ করে সামনের বছর ২০২৪ সালের শুভ মুক্তি পাবে।তবে সিনেমা মুক্তির আগেই এই নবাগত নায়িকা রাজ রিপা টিভি বিজ্ঞাপনে বেশ আলোচিত মডেল হয়ে উঠেছেন গ্রামীণফোনের বিজ্ঞাপন এবং অপ্পো ফোনের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সাথে কাজ করে বেশ আলোচনায় আসে। এবং ব্রাক ব্যাংকের ও সুরেষ সরিষার তেল বিজ্ঞাপনে অনেকটা পরিচিতি লাভ করেছে।

ইবাংলা/এসআরএস

ময়নারাজ রিপা