শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক: আর মাত্র কয়েক দিন পরেই পর্দা উঠতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের নবম আসর, যার পর্দা নামবে ২০ আগস্ট।

আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখে অনুশীলন চালাচ্ছে আর্জেন্টাইন নারী দল। বিশ্বমঞ্চের এই আসরের আগে প্রীতি ম্যাচে শনিবার (১৫ জুলাই) মাঠে নামবে আকাশি-নীল শিবিরের মেয়েরা।

আরও পড়ুন>> সিলেট টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য প্রকাশ

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে পেরুর সঙ্গে খেলবে তারা। আর্জেন্টিনার একমাত্র এবং সর্বপ্রথম শতভাগ এলইডি টেকনোলজি সম্পন্ন সান নিকোলাস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে দেখা যাবে দুই দলের এই লড়াই।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গে আরও রয়েছে সুইডেন, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টাইনরা। অন্যদিকে ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ২ আগস্ট লড়বে আর্জেন্টিনার মেয়েরা।

ইবাংলা/এসআরএস

আর্জেন্টিনা