ইন্টার মায়ামি জমাকালো এক আয়োজনে মেসিকে বরণ করে নিয়েছে ইতোমধ্যেই। সমর্থকদের সঙ্গে শেষ হয়েছে আর্জেন্টাইন তারকার পরিচয় পর্বও। সেই অনুষ্ঠানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন লিও।ভক্তদের তাই আগামী শুক্রবার (২১ জুলাই)।
দাওয়াত দিলেন মেসি। দাওয়াতটা মেসির বাড়িতে বা কোন রেস্তোরায় না। বিশ্বকাপজয়ী এই দলপতি যুক্তরাষ্ট্রের ফুটবলভক্তদের দাওয়াত দিয়েছেন মাঠে বসে তার।
আরও পড়ুন…ডাক্তারের সিল ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা
যাদু দেখার জন্য। কেননা এদিনই যে মায়ামির জার্সি চাপিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন মেসি।ক্রুস আজুলের বিপক্ষে শুক্রবার (২১ জুলাই) লিগস কাপের ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। সে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হবে মেসির অধ্যায়।
সমর্থদের সঙ্গে পরিচয় পর্বের অনুষ্ঠান শেষ করে নিজের ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যাঁরা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও লেখেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুক্রবার।’