রমনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল

রাজধানীর রমনায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রাকে ঘিরে ক্রমেই বাড়ছে জনসমাগম। দলটির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এতে করে শাহবাগ, রমনা, জাতীয় প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধানমন্ডি-৩২ এ গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগেই সমাবেশে রূপ নেয় রমনা এলাকা।

আরও পড়ুন>> রাজধানীর বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

শোভাযাত্রায় উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রার কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শরিকদের নিয়ে পদযাত্রা করে দলটি।

অন্যদিকে, ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে মাঠে নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দু’ পক্ষের এ পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া কোথাও কোথাও গণপরিবহন কমে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ।

ইবাংলা/এসআরএস

আওয়ামী লীগের শান্তি সমাবেশ