শিগগিরই কমিটি পাচ্ছে বাঙলা কলেজ ছাত্রলীগ, বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন কমিটি গঠনের লক্ষ্যে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৯ সালের ২১ মার্চ ছাত্রলীগের এ শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন>> রাজধানীর বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী সাত (৭) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জীবন বৃত্তান্তের সঙ্গে দুই (০২) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জন্মসনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি, অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের চার মে এক ছাত্রীকে মারধোরের ঘটনাকে কেন্দ্র করে বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর কমিটির জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে নানা দেন দরবার করেও কমিটি পাননি পদপ্রত্যাশীরা।

২০২২ সালের ৫ ডিসেম্বর কমিটির দাবিতে টেকনিক্যাল মোড় এলাকায় সড়ক অবরোধ করেছিল বাঙলা কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।

ইবাংলা/এসআরএস

বাঙলা কলেজ ছাত্রলীগ