শান্তির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি মিছিল ও শোভাযাত্রার নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৯ জুলাই) সকালে এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির সূচনা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন>> থাইল্যান্ডে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করে শান্তি মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অনেককে আহত করেছে।’

ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীরা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার। আমরা আর দমনমূলক কর্মকাণ্ড সহ্য করব না। আমরা এর উপযুক্ত জবাব দেব।’

এ সময় তিনি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন আদায়ে সরকারকে বাধ্য করবেন বলে ঘোষণা দেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১১টার দিকে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতারা। আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।

পদযাত্রা কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে যোগ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি।

এদিকে রাজধানীর বাইরে ও বিভিন্ন মহানগরীতে পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

খুলনায় মহানগর বিএনপির দলীয় অফিসের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

চট্টগ্রাম মহানগর দলীয় অফিসের সামনে থেকে শুরু হতে যাওয়া পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রংপুর বিভাগের দিনাজপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠ থেকে দুপুর ২টায় শুরু হবে পদযাত্রা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইবাংলা/এসআরএস

 

আব্বাস