ব্যাংকে এক পরিবার থেকে ৩ জনের বেশি পরিচালক নয়

কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতদিন ব্যাংক কোম্পানি আইনে এক পরিবার থেকে সর্বোচ্চ চারজন পরিচালক হিসেবে থাকতে পারতেন। কিন্তু আইন সংশোধন হওয়ায় এখন থেকে তিনজনের বেশি পরিচালক হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে চারজন পরিচালক থাকলে একজনকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন>>  ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, ভর্তির রেকর্ড

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮) এর ১৫(১০) ধারায় কোনা একক পরিবার হতে চারজনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে থাকবে না বলে উল্লেখ ছিল।

কিন্তু ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫ এর উপধারা (১০) সংশোধন করে বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন অথবা কোনো ব্যাংক-কোম্পানির সংঘ/স্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, কোনো একক পরিবার হইতে তিনজনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।’

এ নির্দেশনা বাস্তবায়নে কোনো ব্যাংকে এক পরিবারের তিনজনের বেশি পরিচালক থাকলে যেকোনো একজনকে পদত্যাগ করতে হবে। পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেটা নির্ধারিত করার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, পারস্পরিক সমঝোতায় সমাধানে ব্যর্থ হলে তা পরিচালনা পর্যদের সভায় লটারির মাধ্যমে নির্ধারণ করতে হবে। স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার হতে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইবাংলা/এসআরএস

পরিচালকব্যাংক