বার্সেলোনার জালে আর্সেনালের ৫ গোল

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে এখন ব্যস্ত সময় পার করছে দলগুলো। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে তারা। আর এতে নিজেদের শুরুটা ভালো হলো না বার্সেলোনার।

প্রাক মৌসুম প্রস্তুতিতে গতকাল যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের বিপক্ষে সে ম্যাচে বিধ্বস্ত হয়েছে কাতালানরা।

আরও পড়ুন>> বাণিজ্য মেলার মাঠে নয়, আ. লীগের সমাবেশের নতুন স্থান নির্ধারণ

গতকালই প্রথম ৪৪ বছর পর সাদা জার্সিতে মাঠে নেমেছিল বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে এটিই হবে তাদের অ্যাওয়ে জার্সি। কাতাল ক্লাবটির কিংবদন্তী ইয়োহান ক্রুইফের প্রতি শ্রদ্ধা জানাতেই সাদা রঙয়ের জার্সি নির্ধারণ করেছে ক্লাবটি। আর এই জার্সিতে নিজেদের প্রথম ম্যাচেই ৫ গল হজম করতে হয়েছে তাদের।

লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে আর্সেনাল গতকাল বার্সেলোনার জালে ৫ বার বল পাঠিয়েছে। প্রিমিয়ার লিগের দলটি ৩ গোল হজম করলেও ম্যাচটি জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে।

এদিকে এমন হাড়ের দিনে গতকাল শুরুটা ভালোই হয়েছিল বার্সার। ম্যাচের ৭ মিনিটেই গল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডভস্কি। তবে শুরুতে পিছিয়ে পড়লেও সমতায় ফিরতে সময় নেয়নি গানাররা। বুকায়ো সাকার গোলে ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম গল করে তারাও।

এরপর নিজেদের দ্বিতীয় গল করে আরও একবার লিড নেয় বার্সেলনা। তবে প্রথমার্ধ্ব শেষ হবার আগে আবারও সমতায় ফেরে মাইকেল আর্তেতার আর্সেনাল।

২-২ সমতায় প্রথমার্ধ্ব শেষ হলেও পরের ৪৫ মিনিটে বার্সেলোনা হজম করেছে আরও তিন গল। বিনিময়ে বার্সেলোনা ম্যাচের ৮৮ মিনিটের সময় একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। ফলে ৫-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

এদিকে আগামী শনিবার যুক্তরাষ্ট্রেই প্রাক মৌসুম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে ৫ গোল হজম করায় বার্সা কোচ জাভি হার্নান্দেজের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে।

ইবাংলা/এসআরএস

 

আর্সেনালবার্সেলোনা