নওগাঁর সাপাহার থেকে জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা এবং এর দাওয়াতি বিভাগের সদস্য আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার দুপুরে মধইল এলাকার একটি আম বাগানে র্যাব-৫ ও র্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন>> একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাব সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ জুলাই আরিফসহ জেএমবি সদস্যরা ঢাকার মোহাম্মাদপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও জেএমবি সদস্য সোহাইব শেখ ও রফিকুল ইসলাম রফিককে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ধারালো চাপাতি এবং উগ্রবাদী বইসহ গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের তথ্যের ভিত্তিতে গতকাল আরিফকে গ্রেফতার করা হয়। পরে আরিফ জামিনে বের হন। এরপর থেকে গ্রেফতার এড়াতে আরিফ অবস্থান পরিবর্তন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ আভিযানিক দল বুধবার দুপুরে সাপাহারের মধইল এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার পরিদশক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আরিফ হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইবাংলা/এসআরএস