ভারমুক্ত হলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি এক বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে পূর্ণাঙ্গ সভাপতি হওয়ার মধ্য দিয়ে ‘ভারমুক্ত’ হলেন তিনি।

আরও পড়ুন>> বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়: আ ক ম মোজাম্মেল হক

বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা গণভবনে গেলে শেখ হাসিনা এ ঘোষণা দেন।

জানা গেছে, সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নেতাদের পরিচয় করিয়ে দেয়ার সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উল্লেখ করেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সমস্যা নাই, আজকে ভারমুক্ত করে দেব। পরে শেখ হাসিনার তার বক্তব্যের সময় সাচ্চুকে সভাপতি ঘোষণা করেন।

২০২২ সালের ২৯ জুন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা যান। এরপর সংগঠনটির সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, গত কাউন্সিলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছিলেন আমাদের নির্মল রঞ্জন গুহ। এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে সাচ্চু ভারপ্রাপ্ত সভাপতি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে ভারমুক্ত করে দিলাম। আজ থেকে সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

ইবাংলা/এসআরএস