নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় তিশা ও স্বদেশ পরিবহন কোম্পানির দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশের জলকামান দিয়ে বাসটির আগুন নেভাতে দেখা গেছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
আরও পড়ুন>> ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিল আওয়ামী লীগও
তিনি বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইবাংলা/এসআরএস