কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ককানাডায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছেন। বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় গত শুক্রবার (২৮ জুলাই) রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন>>আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ক্যালগ্যারি থেকে অন্তত ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি পাহাড়ে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি। বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন। সবাই মারা গেছেন।

এদিকে, বিমানটি কীভাবে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইবাংলা/এসআরএস

 

বিমান বিধ্বস্ত