৮৯ শতাংশ মৃত্যু ঝুঁকি কমায় ফাইজারের ট্যাবলেট

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ৮৯ শতাংশ মৃত্যু ঝুঁকি কমায়।

ক্লিনিক্যাল ট্রায়ালে এমন ফলাফল পাওয়া গেছে বলে ফাইজার জানিয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, প্যাক্সলোভিড নামের এই ওষুধ করোনার লক্ষণ দেখা দেওয়ার পর উচ্চ ঝুঁকিতে থাকে ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করতে হবে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মার্ক শার্প অ্যান্ড ডোহমে (এমএসডি) একই ধরনের চিকিৎসা অনুমোদনের এক দিন পর ফাইজারের ট্যাবলেটে এই ফলাফল পাওয়া গেল।

ফাইজার বলেছে, প্রাথমিক ফলাফল খুব ইতিবাচক হওয়ায় শুরুর দিকেই এই ওষুধের ট্রায়াল বন্ধ করা হয়েছে। তিনটি করে দৈনিক দুইবার পাঁচদিন এই ট্যাবলেট খেতে হবে।

Comments (0)
Add Comment