টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইন এ কারণে ঝুঁকি নিয়েই এই রুটে ট্রেন চলাচল করছে।সোমবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জ রেলওয়ে।
স্টেশন মাষ্টার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এবং ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত অনেকাংশই পানির নিচে রয়েছে।
আরও পড়ুন…রোনালদোকে টপকে মেসি রেকর্ড গড়লেন
চাষাঢ়া স্টেশন মাস্টার মো. খাজা সুজন জানান, সোমবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের বেশ কয়েক জায়গায় পানিতে তুলিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ট্রেন চলাচল সচল রয়েছে।
এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।স্টেশন মাষ্টার কামরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের অনেক জায়গা পানির নিচে রয়েছে। এ কারণে একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবারও চালু করা হয়েছে। তবে পানি সরানোর জন্য কাজ চলছে।