নামাজ-কোরআন শরীফ পড়াই এখন আমার কাজ: আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক

এক সপ্তাহ আগে দেশে ফিরেছেন এই নন্দিত অভিনেতা। দীর্ঘ দিনের অভিনয় জীবন, বর্তমানে প্রবাস জীবন কাটছে সাড়ে ৮’শ সিনেমায় অভিনয় করা এই গুণী শিল্পীর।

বুধবার (৩ নভেম্বর) তথ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সচিবালয়ে। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন আহমেদ শরীফ।

  • এসময় তিনি জানান, ‘সবচেয়ে বড় একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে বাংলায় কোরআন শরীফ পড়ে শেষ করতে পেরেছি। কোরআন শরীফে কী নির্দেশ, আমি যখন মুখস্থ কোরআন শরীফ পড়তাম ছেলেবেলায়, তখন কিছুই বুঝতাম না। এখন বাংলায় কোরআন শরীফ পড়ে প্রত্যেকটি আয়াত কলবের মধ্যে, আত্মার মধ্যে ঢুকে গেছে। আল্লাহতায়ালা রসুলকে কী বলেছেন, মানুষের জন্য কোনটি উপকারী এবং কোনটি উপকারী না। কেমন শাস্তি, কোনটির জন্য। আমার সব থেকে উপকার হয়েছে- কোরআন শরীফ পড়ে আমার ধর্মকে এতো দিন পরে হলেও আমি বুঝতে পেরেছি এবং সেভাবে দিনানিপাত করছি। নামাজ, কোরআন শরীফ পড়া- এগুলোই আমার কাজ।’

আহমেদ শরীফ বলেন, অভিনয় চেড়েছি এটা নিয়ে আক্ষেপ করি না। কারণ, আল্লাহ তায়ালা মানুষের রিজিক কোথায় লিখেছেন, তার রিজিক সেখান থেকেই আসবে। কারণ রিজিকের মালিক আমরর জানি আল্লাহতায়ালা। তিনি আমার রিজিক ওভাবেই লিখেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি যখন হজ করি তখন আল্লাহতায়ালাকে বলেছিলাম, এই রিজিক আর আমার দরকার নাই। এই রিজিকটা বন্ধ করে দেন। আল্লাহতায়ালা কিন্তু বন্ধ করে দিয়েছেন। এখন আমি আমেরিকায় থাকছি, খাচ্ছি।’

ইবাংলা/টিআর/০৬ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment