মাত্র চার ম্যাচেই মিয়ামির রেকর্ডবুকে মেসি

ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির যোগদানের পর থেকেই যেন সবকিছুর অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটেছে। এলএমটেনের মাঠে নামা মানেই যেন মিয়ামির জয়। গতকাল লিগস কাপের নকআউট ম্যাচে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের জোড়া গোলে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসে ডেভিড ব্যাকহামের দল। ম্যাচের ৬৮তম মিনিটে ৪-২ গোলে পিছিয়ে ছিল দলটি। সবাই যখন তাদের পরাজয়ের ক্ষণ গণণা করছিল ঠিক তখনই মেসির আবির্ভাব। অবিশ্বাস্য নৈপুণ্যে শেষ মুহূর্তে গোল করে ট্রাইব্রেকারে খেলা নিয়ে যান লা পুলগা। আর সেখানে ৫-৩ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে শেষ আট নিশ্চিত করেছে মিয়ামি।

পেনাল্টি শুটআউটেও দলের হয়ে গতকাল প্রথম গোলটি করেন লিওনেল মেসি। শেষ দিকে ট্রাইব্রেকারে ৫-৩ ব্যবধানে ডালাসকে হারিয়ে লিগস কাপের শেষ আট নিশ্চিত করে ইন্টার মিয়ামি। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে মাত্র ৪ ম্যাচেই ৭টি গোল করেছেন মেসি। আগামী ১১ আগস্ট কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টাটা মার্টিনোর শিষ্যরা।

আরও পড়ুন>> এবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী

এদিকে ক্লাবের হয়ে অভিষেকের এখনো একমাসই হয়নি বিশ্বজয়ী মেসির। তবে ইতিমধ্যেই দলটির রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র চার ম্যাচ খেলেই মিয়ামির হয়ে শীর্ষ গোলদাতার তালিকায় ওঠে এসেছে তাঁর নাম।

২০১৮ সালে ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় মিয়ামি। এরপর থেকে এখনো পর্যন্ত ব্যাকহামের দলের হয়ে সবথেকে বেশি গোল করেছেন আরেক আর্জেন্টাইন এবং মেসিরই সাবেক সতীর্থ। গঞ্জালো হিগুয়েইন মিয়ামির হয়ে করেছেন সর্বোচ্চ ২৯ টি গোল। এছাড়া দলটির বর্তমান ফটবলারদের মধ্যে লিও ক্যাম্পানা এবং রবার্ট টেইলর করেছেন ১৬ এবং ৮ টি করে গোল। ঠিক এরপরেই আছে আলবিসেলেস্তে অধিনায়কের নাম।

মিয়ামির সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে আছে মেসির নাম। আর এ কৃতিত্ব তিনি অর্জন করেছেন ক্লাবের জার্সিতে মাত্র চার ম্যাচ খেলেই। খুব শীঘ্রই ফুটবল জাদুকর হিগুয়েইনের রেকর্ডকেও নিজের করে নেবেন এমনটাই আশা করছেন ভক্ত-সমর্থকরা।

ইবাংলা/এসআরএস

 

মেসি