কৃষি মেলায় নজর কাড়লো বাংলা মার্কের ধান কাটা মাড়াই যন্ত্র

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ

৮ আগষ্ট হতে ১০ আগষ্ট পর্যন্ত সরিষাবাড়ী কৃষি সম্প্রারণ অধিদ্প্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় কৃষি মেলায় দর্শক ও অতিথিদের নজর কাড়লো চীনের তৈরী দেশীয় কোম্পানী বাংলা মার্কের আমদানীকৃত যন্ত্র ধান কাটা মাড়াই ঝাড়াই ও বস্তাবন্ধী যন্ত্র, এবং ধান (রোয়া) লাগানোর যন্ত্র ও এলপিজি ওয়াটার পাম্প।

আরও পড়ুন…নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪১৮টি ঘর হস্তান্তর

এ বছর মেলায় বিভিন্ন অঞ্চল থেকে দেশী- বিদেশী প্রজাতি বৃক্ষরাজিসহ কয়েকটি নার্সারী, হস্ত শিল্প,সহ বিভিন্ন প্রকার ফলাদিসহ মোট ১৭টি ষ্টল শোভা পায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহের পৃষ্টপোষকতা ও উপসহকারী কৃষি অফিসার শরীফুল ইসলাম লিটনের সহযোগীতায় কৃষি মেলামেলা অনুষ্ঠিত হয়।

মেলার ২য় দিন বুধবার বিকেলে দর্শক বা ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জামালপুর জেলা প্রশাসক ও ডিডিএলজি মেলার মাঠ পরিদর্শন করেন। সাধারণ ক্রেতা ও দর্শনার্থীদের নজর ছিল বাংলা মার্কের আমদানীকৃত কৃষি যন্ন্ত্রাদির দিকে।

কৃষিবিদ অনুপ সিংহের সাথে উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম,যুব অফিসার মাহবুবুর রহমান,মহিলা বিষয়ক অফিসার শায়লা শারমিন,তথ্য আপা সাদিকুন্নাহার,উপজেলা নবগঠিত কমিটি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডঃ জহুরুল ইসলাম মানিক ভেটেরিনারী অফিসার ডাঃ পলাশ কান্তি দত্ত ডাঃ শফিউল্লাহ প্রমূখ মেলার মাঠ ঘুরে ঘুরে দেখেন এবং কৃষি যন্ত্রাদি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন…যেভাবে করবেন হোয়াটসঅ্যাপে চ্যাট লক

এ সময় বাংলা মার্কের জামালপুর ও শেরপুর জেলা অঞ্চলের টেরিটরি ইনচার্জ মাহবুবুর রহমান উপস্থিত দর্শনার্থীদের কৃষি যন্ত্রাদি সম্পর্কে বিস্তর আলোচনা করেন এবং এর সুফল তুলে ধরেন।

ইবাংলা/জেএন

কাটা মাড়াই যন্ত্র