অক্টোবরে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

অবশেষে যানজটের নগরী ঢাকায় অক্টোবরের শেষ সপ্তাহেই উত্তরা থেকে মতিঝিলে নির্বিঘ্নে চলাচলের জন্য চালু হচ্ছে মেট্রোরেল। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, অক্টোবরের শেষ সপ্তাহে যখন প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে। ’

বুধবার (৯ আগস্ট) উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কের মিডিয়ানে বৃক্ষ রোপণ উদ্বোধন শেষে আগারগাঁও ডিএমটিসিএল সভা কক্ষে তারা এসব কথা বলেন।

আরও পড়ুন>> বাংলাদেশে অশান্তি চায় বিদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী

এম এ এন সিদ্দিক বলেন, ‘আমরা আশা করছি অক্টোবরের ১৫ তারিখের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী আমাদের যেকোনো দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘প্রথমে আমরা সীমিত আকারে সীমিত সময়ের জন্য ট্রেন চালাব। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা এটার সঙ্গে মার্জ করে দেব। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে।’

শুরুতে সবগুলো ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে না, এজন্য জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে তিনি বলেন, কিছু ট্রেন মতিঝিল যাবে, কিছু আগারগাঁও পর্যন্ত যাবে। ট্রেনের নম্বর থাকবে। সে নম্বর অনুযায়ী কোন ট্রেন আগারগাঁও পর্যন্ত, কোন ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে সেটা বলা থাকবে। এটা সাময়িক বিষয়, জানুয়ারি থেকে পুরোদমে ট্রেন চলবে।

ইবাংলা/এসআরএস

মেট্রোরেল