নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখে অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সানি লিওন। বর্ষাকাল খুব পছন্দ হলেও বৃষ্টি নিয়ে খুব বাজে অভিজ্ঞতা রয়েছে এই নায়িকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের এই হার্টথ্রব। সানি লিওন জানান, মুম্বাইয়ে বসবাসের শুরুর দিকে তিনি ভারী বৃষ্টিতে বিলাসবহুল তিনটি গাড়ি হারিয়েছিলেন। কেননা সেসময় মুম্বাইয়ে কী পরিমাণ বৃষ্টি হয়, সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার।
আরও পড়ুন…ডেঙ্গু প্রতিরোধে মাউশির নতুন নির্দেশনা
তিনি বলেন, আমি মুম্বাইয়ে সমুদ্রের খুব কাছাকাছি থাকতাম। বর্ষাকাল আমার খুব পছন্দ ছিল। কারণ এ সময় গরমের উত্তাপ অনেকটাই কমে আসে।
এ ছাড়া বৃষ্টিও আমার খুব পছন্দ। কিন্তু এই বৃষ্টিতেই আমার খুব পছন্দের তিনটি গাড়ি নষ্ট হয়। তার মধ্যে একদিনেই দুটো গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো কাঁদতে শুরু করেছিলাম।
কারণ ভারতে বিদেশি গাড়ি কিনতে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হয়। গাড়িগুলোর মধ্যে একটি মার্সিডিজও ছিল। আমার খুব খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম, আমি ভুল গাড়ি কিনেছিলাম। যার খেসারত আমাকে দিতে হয়েছে। এখন আর বর্ষায় বিদেশি গাড়ি ব্যবহার করি না। ভারতে তৈরি গাড়ি ব্যবহার করি।
আরও পড়ুন…করোনা: মৃত্যু নেই, শনাক্ত ৩৫
খুব শিগগিরই সানি লিওনকে দেখা যাবে তামিল সিনেমা কোটেশন গ্যাং-এ। বিবেক কুমারের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, প্রিয়মণি, সারা অর্জুন, জয়প্রকাশসহ আরও অনেকে।