৪ দিনের সফরে দুই মার্কিন কংগ্রেসম্যান ঢাকায় আসছেন

ইবাংলা ডেস্ক

চার দিনের সফরে দুই মার্কিন কংগ্রেসম্যান শ‌নিবার (১২ আগস্ট) ঢাকায় আসছেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের নেতা এড কেইস এবং জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক। ১৫ আগস্ট পর্যন্ত সফরে তারা

সূত্র জানায়, কংগ্রেস প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তাদের করদাতাদের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে দুই কংগ্রেসম্যান সেটা পর্যবেক্ষণ করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন…এশিয়া কাপে নেই মাহমুদউল্লাহ-সৌম্য, দলে এক নতুন চমক

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমে গেছে। এ অবস্থায় তাদের মানবিক পরিস্থিতি পরিদর্শন করে তারা যদি আরও তহবিলের সুপারিশ করেন, তাহলে ভালো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।

ইবাংলা/ জেএন

৪ দিনের সফরে দুই মার্কিন