তত্ত্বাবধায়ক সরকার এলে আ. লীগ ১০টি আসনও পাবে না: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আরও পড়ুন>> বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো হয়: পররাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। জনগণের জয় হবে ইনশাআল্লাহ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী। অনেকে বলেন, আপনার মুখে হাসি দেখি কেন সবসময়? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট পাথর জনগণের ঘাড় থেকে সরে যাচ্ছে। জনগণ মুক্তি পাচ্ছে একটি ভয়াল থাবা থেকে।‘

রাজনৈতিক কারণেই আরাফাত রহমান বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনো যদি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান না হতেন তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না। হয়তো একটু কম হতেন।

দেশের যে একটা আত্মা থাকে, আওয়ামী লীগ তা নষ্ট করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ এই রাষ্ট্র দখল হয়ে গেছে। কেউ নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে ধরে রেখেছে। ফ্যাসিস্ট সরকারের কাজই লুট, চুরি করা। এরা এটাতে সফলও হয়েছে। তবে একটা কথা, ধর্মের কল বাতাসে নড়ে। তাই নড়তে শুরু করেছে। এ দেশের মানুষ জেগে উঠেছে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের জন্য।’

ইবাংলা/এসআরএস

ফখরুল