জামালপুরের সরিষাবাড়ী ঐতিহ্যবাহি বাউসি বাঙ্গাঁলী হাই স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ২০২৩ইং সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তির্ণ গোল্ডেন এ+ ও এ+ শিক্ষার্থীদের সম্বর্ধনা ও এইচএসসি ২০২৩ ইং সনের পরীক্ষার্থীদের বিদায় এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট সকাল ১১টায় বাউসি বাঙ্গালী স্কুল এন্ড কলেজের হল রুমে অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ তিনটি অনুষ্ঠান পর্য্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিএসসি শিক্ষক হায়দার আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সফল মেয়র ও বাউসি বাঙ্গাঁলী স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি মনির উদ্দিন।
মেয়র মনির উদ্দিন ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই প্রথম বারের মতো কৃতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য নগদ অর্থ ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
স্কুল এন্ড কলেজ সূত্রে জানা যায়, এই প্রথম শিক্ষানুরাগী সজ্জন সভাপতি মেয়র মনির উদ্দিন প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জল করতে এবং শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিকল্পে ব্যক্তিগত উদ্যোগে ক্রেষ্ট প্রদান নগদ অর্থ ও ফুলেল শুভেচ্ছা জানান।
আরও পড়ুন…নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কৃষিমন্ত্রী
সূত্রে প্রকাশ অত্র শিক্ষা প্রডিষ্ঠান থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৪৮ জন। পাশের হার ৯৪℅প্রায়। ৮ জন শিক্ষার্থী গোল্ডেন এ+ ও ৬ জন শিক্ষার্থী পেয়েছে এ+। প্রত্যেক এ+ শিক্ষাদের ক্রেষ্ট, নগদ এক হাজার টাকা একটি কলম ও ফুলের তোড়ায় সম্বর্ধিত করা হয়।
গোল্ডেন এ + প্রত্যেককে ক্রেষ্ট নগদ দুই হাজার টাকা,কলম এবং ফুলের তোড়ায় সম্বর্ধিতসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের কলম উপহার দেয়া হয়। অত্র প্রতিষ্ঠানে গোল্ডেন এ+ প্রাপ্তদের মধ্যে ইসরাত জাহান মুন্নি সর্ব্বোচ্চ নম্বর পেয়েছে। তার মোট নম্বর ১২১৩। সে বাউসি বাঙ্গাঁলী হাই স্কুলের শরীর চর্চা শিক্ষক মোতালেব হোসেনের একমাত্র মেয়ে।
আরও পড়ুন…বন্দুক চালানো শিখলেন অভিনেত্রী কিয়ারা আদবাণী
এছাড়া এইচএসসি ৮৭ জন পরিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। জাতির জনক বঙ্গঁবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা শেষে সকলের জন্য বিশেষ দোয়া করেন আল হেরা হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
সম্বর্ধনা, বলে দায় ও শোক দিবস উপলক্ষ্যে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন মেয়র মনির উদ্দিন,সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাহাদুর আলী আখন্দ, সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম,গভর্ণিং বডির সদস্য ইসমাইল হোসেন, সেলিম রেজা প্রমূয়খ।
আরও পড়ুন…জাতীয় শোক দিবসে নাশকতার কোন সম্ভাবনা নেই: ডিএমপি
সার্বি সহযোগীতায় ছিলেন বাউসি বাঙ্গাঁলী স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমান বিএসসি। এ সময় শিক্ষক মন্ডলী ও সুধি মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।