পৃথক পৃথক আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মতিউর রহমান,

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক পৃথক আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে পৃথক পৃথক আয়োজনে শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি এর নেতৃত্বে ও উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের পৃষ্টপোষকতায় উপজেলা চত্বরে বঙ্গঁবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা’র নেতৃত্বে পপুলার মোড় এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মাহবুবুর রহমান হেলালের নেতৃত্বে তাঁর কার্য্যালয়ের সামনে বঙ্গঁবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও মোনাজাতে অংশনেন সরকার দলীয় নেতাকর্মীরা।

পপুলার মোড় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, সন্মানিত সদস্য তেজগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমূখ।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কীম নিয়ে রাঙ্গামাটিতে প্রেস ব্রিফিং

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,সিনিয়র এএসপি মাদারগঞ্জ জোন সজল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মহব্বত কবীর প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন…লিবিয়ার সংঘর্ষে ২৭ জন নিহত, ১০০ জনেরও বেশি আহত

আলোচনা শেষে শোক দিবস উপলক্ষ্যে জাতির জনকের জীবনীর উপর ১মিনিট ভিডিও তৈরী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং যুব অফিস কতৃক ১০ জনকে ৪০ হাজার টাকা করে যুব ঋনের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

অপরদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শিমলাবাজার এলাকায় অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (জিএস)এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

আরও পড়ুন…জাপানে ঘূর্ণিঝড় ‘টাইফুন ল্যান’ এর আঘাত; ভয়াবহ দুর্যোগ

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ। কর্মসূচীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ সরকারদলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ

ইবাংলা/ জেএন

জাতীয় শোক দিবসপালিতপৃথক পৃথক আয়োজনে