সরবরাহে সংকট দেখিয়ে পেঁয়াজ দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

ইবাংলা ডেস্ক

দেশি পেঁয়াজের মজুদ কমে যাওয়ায় সরবরাহে সংকট দেখিয়ে ইতোমধ্যে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত মাসে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।

বাছাই করা ভালো মানের পেঁয়াজ কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৯০ টাকা দরেও। পেঁয়াজের এমন উচ্চমূল্যের মধ্যেও ভারতের শুল্ক আরোপের খবরে নতুন করে আরও দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শুল্ক আরোপের পর ভারত থেকে বাড়তি দামের পেঁয়াজ এখনও দেশে আসেনি। কিন্তু শুল্ক আরোপের খবর ছড়িয়ে পড়তেই দেশের পাইকারি বাজারে রাতারাতি দাম বেড়ে গেছে। মাত্র দুইদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

আরও পড়ুন…ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। শনিবার প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা। অথচ রোববার সকালে বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৫ টাকায়। আর সন্ধ্যা নাগাদ দাম আরও বেড়ে ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সোমবার সকালেও একই দামে বিক্রি হচ্ছে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রেতারা বলছেন, ভারতের ৪০ শতাংশ শুল্কসহ এলসি করা পেঁয়াজ এখনও দেশে আসেনি। কিন্তু এরইমধ্যে দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে।

শ্যামবাজারে বিক্রমপুর পণ্য আড়তের খোকন ইসলাম বলেন, ভারতের শুল্ক আরোপের পর থেকে প্রতি ঘণ্টায় বাজার চড়া হচ্ছে। দফায় দফায় আমদানিকারকরা পেঁয়াজের দাম বাড়াচ্ছে। এখন পেঁয়াজের সংকটও তৈরি হচ্ছে। অনেক আড়তে পেঁয়াজ নেই। এর ফলে দাম বাড়ছে।

এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। গত কয়েক বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে। পণ্যটির বার্ষিক চাহিদা ২৮ লাখ টন। আর গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৫ লাখ টন।

আরও পড়ুন…জাতীয় শোকদিবসের আলোচনা শেষে ইবি ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, গুরুতর আহত ৫

এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, যে কোনো অজুহাতে পণ্যমূল্য বাড়ানোই ব্যবসায়ীদের প্রবণতা। বাড়তি শুল্কায়নের পেঁয়াজ এখনও দেশে আসেনি। অথচ এরই মধ্যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হতে হবে।

এর আগে, পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক বলবৎ থাকবে।

ইবাংলা/ জেএন

দামপেঁয়াজবাড়াচ্ছেন