চাবি হারিয়েছেন? দেশলাই কাঠি দিয়েই খুলবে তালা!

ইবাংলা ডেস্ক

তালার চাবি হারানোর ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে। চাবি হারালে সাথে সাথেই ছুটতে হয় কোনো পেশাদারের কাছে। কিন্তু একটি পথ আছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবেই খোলা সম্ভব চাবিহীন তালা। নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দিয়াশলাই থাকলেই হলো। কীভাবে দিয়াশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তারা?

• প্রথমে দিয়াশলাই কাঠিগুলোর মাথা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদসহ একটি কাঠি রেখে দিতে হবে। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির মাথা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদসহ দিয়াশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দিয়াশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এরপর দিয়াশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

এইভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।

ইবাংলা/ জেএন

কাঠিখুলবেতালাদিয়েই