যশোরে তেলবাহী ট্রেনের ওয়াগন উল্টে লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস।
আরও পড়ুন>> এবার চিনি রপ্তানি বন্ধ করছে ভারত
যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল, ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের আটটি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আনা হয়েছে। তারা উদ্ধারকাজ শুরু করেছেন। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হবে।
ইবাংলা/এসআরএস