রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বৃষ্টি উপেক্ষা করে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ শুরু হয়।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসে নেতাকর্মীরা। এরপরে আসে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখর সমাবেশস্থল। দুপুর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তারা জানান, এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এই শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবিরের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন।