সাকিবের সামনের লক্ষ্য শুধুই এশিয়া কাপ

ক্রীড়াঙ্গন ডেস্ক

এশিয়া কাপ দিয়ে শুরু। এরপর ব্যাক টু ব্যাক বাংলাদেশ জাতীয় দলের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ। বৈশ্বিক মহাযজ্ঞ শুরু হতে সময় বাকি আর মোটের ওপর ৪০ দিন। এই ৪০ দিনের ভেতর এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাকিব বাহিনী।

সামনে এশিয়া কাপ, টানা খেলা থাকায় পারফরম্যান্সের সঙ্গে ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে বাঁহাতি এ অলরাউন্ডারকে। সাংবাদিকদের সঙ্গে দুই মিনিটের আলাপে এমনটাই বলেছেন তিনি। সাকিব জানিয়েছেন, দুই টুর্নামেন্ট ও সিরিজ ঘিরে এখন ফিট থাকার চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন…আবারও মা হচ্ছেন শুভশ্রী

তিনি বলেন, ‘শুধু চেষ্টা করছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে। সুতরাং আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে, কতটা ফিট থাকতে পারি। প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।’

নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের জন্য খুব একটা সময় পাবে না টিম টাইগার্স। কেননা ২৬ সেপ্টেম্বর শেষ হবে কিউইদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। আর ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ।

তবে তার আগে ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আন-অফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন…আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

সেই মোতাবেক কিউইদের বিপক্ষে সিরিজ শেষ করেই ভারতে উড়াল দিতে হবে টাইগারদের। তাই স্বভাবতই খুব একটা বেশি সময় হাতে পাবেন না টাইগাররা।

জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ চান্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপকে নিয়ে এখন থেকেই পরিকল্পনার ছক কষা শুরু করলেও ব্যতিক্রম টাইগার দলপতি সাকিব আল হাসান। এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ তিনি।

আরও পড়ুন…এবার সরকারি চাকরির আবেদনেও ভ্যাট দিতে হবে

এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চান টাইগার দলপতি। এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

সাকিব বলেন, ‘দেখেন এখন আমাদের সামনে লক্ষ্য এখন শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে এরপর না বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ।’

আরও পড়ুন…চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

তিনি আরও বলেন, ‘দেখেন এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’

ইবাংলা/ জেএন

এশিয়াকাপলক্ষ্যশুধুই