বিএনপি যতই লম্ফ ঝম্ফ করুক নির্বাচন হবে সংবিধানের আলোকেই -কৃষি মন্ত্রী

হাবিবুর রহমান, মধুপুর প্রতিনিধি-

বিএনপি আবার আন্দোলন, আগুন সন্ত্রাসের পায়তারা করছে। আবার যদি তারা হরতাল দেয়, ট্রাকে আগুন দেয় তাহলে তাদের সময়োচিত শিক্ষা দেয়া হবে। বিএনপি যতই লম্ফ টম্ফ করুক সংবিধানের আলোকেই নির্বাচন হবে। উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের অর্থ এই নয়, যা খুশি তাই করবেন। যা খুশি তাই করতে পারবেন না।

মানুষের নিরাপত্তা দিতে হবে। মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছি, শপথ নিয়েছি সুন্দর ভাবে দেশ চালাবো। যারা আবার হুমকি দিচ্ছে, আগুন সন্ত্রাস করে দেশ কে অস্থিতিশীল করবে, মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করবে, তাদের সময়োচিত শিক্ষা দেয়া হবে। তিনি বলেন বিএনপি যতই লম্ফ ঝম্ফ করুক নির্বাচন হবে সংবিধানের আলোকেই।

আরও পড়ুন…অটো ভ্যানের ধাক্কায় রিক্সা ভ্যান খাদে আহত-২

আজ দুপুরে টাঙ্গাইলের মধুপুর অসহায় পরিবার ও যুব মহিলাদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউ টিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী, ডা. মীর ফরহাদুল আলম খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী পরে কৃষি মন্ত্রী মধুপুর উপজেলার অসহায় পরিবার ও যুব মহিলাদের মাঝ নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সুবিধাভোগী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন

নির্বাচন হবে সংবিধানের আলোকেই