যে কারণে অভিনয় থেকে বিরতি মাহির

ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। এক বছরের বেশি সময় ধরে দূরে আছেন চলচ্চিত্র জগত থেকে। গত মার্চে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে রাজনীতিতে বেশি দেখা যায় তাকে। মাহির কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলো কবে পর্দায় দেখা যাবে তা নিশ্চিত নয়। এই অভিনেত্রী এখন নেত্রীর দৌড়ে অনেকটাই ব্যস্ত। রাজনীতির মাঠে বেশ সরব তিনি। নিয়মিত দলীয় প্রোগ্রামে অংশ নিচ্ছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে এর মধ্যে কয়েকটি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন এই নায়িকা। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম কিনবেন বলে জানান এই নায়িকা।

মাহিয়া মাহি বলেন, মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনবো ইনশাল্লাহ।

আরও পড়ুন>> কাফনের কাপড় পরে আন্দোলন, অসুস্থ হয়ে ঢামেকে ৭ শিক্ষার্থী

তিনি আরো জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ এতিম খানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর খাতুন জান্নাত ফাতিমা (র:) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, গোমস্তাপুর উপজেলায় রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল করা হয়। এছাড়া রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ওবাইদিয়া নূরিয়া মারকাজুল উলুম ইসলামিয়্যাহ্ ও হাফিজিয়্যাহ্ মাদ্রাসায়, তানোর উপজেলায় সিন্ধুকা এতিমখানায়, মুন্ডুমালা কাছেমুল উলুম ইসলামীয়া কওমি মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়।

এদিকে মাহিয়া মাহি বিরতি ভেঙে চলচ্চিত্রে ফেরারও পরিকল্পনা করছেন। খুব শিগগির নতুন একটি সিনেমায় কাজ শুরু করবেন বলেও জানান তিনি।

মাহি বলেন, নেত্রী ও অভিনেত্রী দুটি জীবন সম্পূর্ণ আলাদা। সিনেমার নায়িকারা সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে থাকেন। অন্যদিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ রাজনীতিবিদ। সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে নয়, বরং তাদের খুব কাছাকাছি থাকে। নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করবো। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতুটুক বলতে পারি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এই নায়িকা। কিন্তু তাকে সেসময় মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।

ইবাংলা/এসআরএস

মাহি