চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সহস্রধারা ঝরনায় ঘুরতে আসা সোহানুর রহমান (২৫) নামে এক পর্যটক লেকের পানিতে সাঁতার কাটার সময় তার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
মৃত সোহানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মুন্সি আবুল হাসেমের ছেলে। স্থানীয়রা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা থেকে তিন বন্ধু একসঙ্গে সহস্রধারা ঝরনায় বেড়াতে আসেন। নৌকায় করে লেক দিয়ে ঝরনা দেখে ফেরার পথে পানিতে লাফ দেন দুই বন্ধু রিয়াদ ও সোহানুর। এতে প্রথম বন্ধু রিয়াদ নৌকায় উঠতে পারলেও দ্বিতীয় বন্ধু সোহানুর নৌকায় আর উঠতে পারেননি। একপর্যায়ে তলিয়ে যান তিনি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তিন বন্ধু বেড়াতে এসে লেকের পানিতে লাফ দিলে প্রথম বন্ধু নৌকায় উঠলেও দ্বিতীয় বন্ধু ডুবে যান। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইবাংলা/এসআরএস