ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯১

ইবাংলা প্রতিবেদক

দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কোনোমতেই থামছে না ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭ জন ঢাকা সিটির এবং ৬ জন ঢাকা সিটির বাইরের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২৯১ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৭১ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন…‘হ‌য়তো বিএনপি নির্বাচনে আসবে, কিছু টাকা এদিক সেদিক আর মোটা অংকের টাকা যাবে লন্ডনে’

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৩৮০ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ৬২ হাজার ৮৮৬ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৬৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৪১৭ জন ও ঢাকার বাইরে ১৫২ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৩৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩৫৪ জন।

আরও পড়ুন…চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ২৭২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৪ জন।

ইবাংলা/ জেএন

ভর্তি ২২৯১হাসপাতালে