গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে ব্যর্থ সরকার : জামায়াত

ইবাংলা ডেস্ক

৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শনিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দেশে বর্তমানে মানবাধিকার বলতে কিছু নেই।

মানুষের বেঁচে থাকার অধিকার, স্বাধীন মতপ্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারসহ সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে। সরকার ও তার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমান ক্ষমতাসীন সরকারের শাসনামলে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৬৪৫ জনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে গুম করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ১৫৩ ব্যক্তি, যারা গত ১৩ বছরে বিভিন্ন সময়ে গুম হয়েছেন।

ইবাংলা/ জেএন

গুমদিতেফিরিয়েব্যক্তিদেরহওয়া