সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন করে ১৪ জন শনাক্ত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় ৬১৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন>> আওয়ামী লীগ রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র এনেছে: প্রধানমন্ত্রী
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৩৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৮৩৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
ইবাংলা/এসআরএস