হিলিতে সিন্ডিকেট চক্রই দাম বাড়িয়েছিল পেঁয়াজের

নিজস্ব প্রতিনিধি

ঙ্গেই পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট। ২৪ ঘণ্টা না যেতেই, দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকারকরা সিন্ডিকেট করে বাড়িয়ে দিয়েছে সব ধরনের পেঁয়াজের দাম বলছেন পাইকাররা। দুই দিনের ব্যবধানে আমদানি কমের অযুহাতে কেজিপ্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে নাসিক প্রদেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজের বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৫৮ টাকা দরে।

আরও পড়ুন…আবারও ৩ বার শীর্ষ টেকসই ব্যাংকের পুরস্কার পেল সিটি ব্যাংক

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সরেজমিন থেকে এসব তথ্য জানা যায়। তবে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও সাধারণ ভোক্তারা। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে আমদানিকারকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, ৪০ শতাংশ শুল্ক দিয়েই ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের থেকে এখন পেঁয়াজ আমদানি কিছুটা কমেছে। বর্তমানে প্রতি দিন ভারত থেকে ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

তিনি আরও বলেন, পেঁয়াজের আমদানিকারকরা সিন্ডিকেট করেনি। কারণ পেঁয়াজ মজুদ বা সিন্ডিকেট করে ব্যবসা করা যায় না। তবে আমরা দেশের স্বার্থেই সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি করে থাকি। হিলি কাস্টমসের তথ্য মতে, বুধবার (৩০ আগস্ট) ভারতীয় ২২ ট্রাকে ৬৬৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ইবাংলা/ জেএন

চক্রইদামপেঁয়াজেরবাড়িয়েছিল