সরিষাবাড়ীতে চলছে ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশনের কাজ

মতিউর রহমান,

জামালপুরের সরিষাবাড়ী সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সকল প্রকার সরকারী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশনের চলছে। প্রকৃত ভাতা ভোগী ও মৃত্যু জনিত কারণে বাদ পড়া ভাতা ভোগীদের সঠিক তালিকা প্রয়ণের ও যাচাই বাছাই করণের লক্ষ্যে চলছে লাইফ ভেরিফিকেশন।

সরিষাবাড়ী উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে প্রকাশ,সরকারী নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো জুলাই মাসের ৩য় সপ্তাহ থেকে সরিষাবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর সভায় চলছে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের লাইফ ভেরিফিকেশনের কাজ।

আরও পড়ুন…দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা সমাজ সেবা অফিসের অধিনে মোট বয়স্ক ভাতাভোগী ১৮ হাজার সাত”শ ৩০ জন, প্রতিবন্ধী ভাতাভোগী চার হাজার তিন’ শ ৫৪ এবং বিধবা ভাতাভোগী আট হাজার দুই’ শ ৫৩ জন।

সমুদয় ভাতা ভোগীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন এবং কারো কোন প্রকার ত্রুটি রয়েছে কি না এর সঠিক কারণ নির্ণয়ের জন্যই এই লাইফ ভেরি ফিকেশনের কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুর রহমান সকালের সময়কে বলেন, মোট মৃতের সংখ্যা নির্ণয় এবং ভাতাভোগীদের ত্রুটি নির্ণয়ের জন্যই লাইফ ভেরি ফিকেশন চলছে। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাজ চলছে।

আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় ওয়ার্ড গুলোতে দুইটি ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডেই ভেরিফিকেশন ক্যাম্প স্থাপন করা হয়েছে। সুপার ভাইজার মুখলেছুর রহমানের তদারকিতে আশা করছি শীঘ্রই লাইফ ভেরিফিকেশনের কাজ শেষ হবে।

ইবাংলা/ জেএন

ভেরিফিকেশনের কাজ