সরিষাবাড়ীতে বৃদ্ধার লাশ উদ্ধার

মতিউর রহমান- সরিষাবাড়ীঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামের মুল্লাবাড়ীর জহুরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৩ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে নয়টায় বাড়ীর পাশেই ডুবা থেকে জহুরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় ।

জহুরা বেওয়া ওই গ্রামের মৃত মোজাম্মেল মুসল্লির স্ত্রী বলে জানা যায়। ওই ঘটনায় সরিষাবাড়ীর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর সঙ্গীঁয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন…নতুন প্রকল্প হাতে নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার

জানা যায়, পুঠিয়ার পাড় গ্রামের মুল্লাবাড়ীর জহুরা বেওয়া টিন সেট ঘরে ও তার ছেলে জহুরুল ইসলাম ও বউ বিল্ডিং ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো জহুরা বেওয়া শনিবার রাতের খাবার শেষ করে তার বসত ঘরে ঘুমাতে যান।

রবিবার সকালে বাড়ীর প্বার্শে কুচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে তার লাশ ডুবা থেকে উদ্ধার করে। বৃদ্ধার পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো বলে লোক মুখে শোনা যাচ্ছে। এ নিয়ে মানুষের মাঝে রহস্যের জন্ম দিয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃদ্ধার পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

ইবাংলা/ জেএন

উদ্ধারবৃদ্ধারলাশ