এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরছেন মুশফিক!

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখে দেশে ফিরতে চাচ্ছেন তিনি।

আরও পড়ুন>> অবসরে যাচ্ছেন বিশ্বজয়ী ডি মারিয়া

বিসিবি সূত্র জানিয়েছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মণ্ডি দম্পতির ঘরের নতুন অতিথি আসছে যাচ্ছে। আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফেরার চিন্তা করছেন মুশি। টিম ম্যানেজমেন্টকে ইতোমধ্যে মুশফিক জানিয়েছেন আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন। সুপার ফোরে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপরও মুশফিকের পারিবারিক বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে মুশফিক ফিরলে তার পরিবর্তে কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। কেননা, লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ওপরই অনেক কিছু নির্ভর করছে। এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে বাংলাদেশের। তাই লঙ্কানদের সঙ্গে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।

ইবাংলা/এসআরএস

মুশফিক