করোনা: মৃত্যু নেই, শনাক্ত ১৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন করে ১৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে: সুজিত রায় নন্দী

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৯৮৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের পার এক দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৪৮৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৯৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

করোনা